Tata Cancer Hospital History. "টাটা ক্যান্সার হসপিটাল" এর পিছনে একটি দুর্দান্ত গল্প রয়েছে, যা আমরা বেশিরভাগই জানি না।

      

      The Woman you see in this picture is
                    "Lady Meherbai Tata"




        A diamond of 245 carats is hanging on her neck, It's twice the size of the "Kohinoor diamond". 
  
This diamond was gifted to her by her Husband "Dorabji Tata" in 1900. Lady Meherbai Tata 
  played mixed doubles in Tennis at The Paris Olympics in 1924. She loved to wear sarees.

       She died of "Leukaemia" in 1931. Then Her Be-Loved Husband "Dorabji Tata" sold her Diamond with all other jewellery & formed a fund. After this, from that fund "Tata Cancer Hospital" was created.
Thousands of cancer patients go to this hospital every year after treatment and return home cured.
Whatever you give to an honest, conscientious girl, she will make it something higher.
       If You give her a house, she'll make it a home. If you give her the market, she'll cook & prepare food for you. You smile at her, she gives you heart. Whatever you give, she'll return it several times greater.&
 if you torment her!!! 😅 Then You must be ready! Because she'll make your life hell. "

                                                            Information: Collection By-RomeoGulzar.



                          বাংলা অনুবাদ-


ছবিতে যে নারীকে দেখছেন তিনি "লেডি মেহেরবাই টাটা"।
তার গলায় ঝুলছে ২৪৫ ক্যারাটের একটি হীরা । এটির আকার কোহিনূর হীরার দ্বিগুণ । এই হীরাটি তার স্বামী ডোরাবজী টাটা ১৯০০ সালে তাকে উপহার দিয়েছিলেন ।
লেডি মেহেরবাঈ টাটা ১৯২৪ সালে প্যারিস অলিম্পিকে টেনিসে মিক্সড ডাবলসে খেলেছিলেন । তিনি শাড়ী পরতে ভালোবাসতেন । তাই সবসময় শাড়ীই পরতেন । তিনি ১৯৩১ সালে লিউকোমিয়াতে মারা যান ।  




এরপর তার স্বামী ডোরাবজী টাটা তাঁর সেই হীরা ও অন্য সমস্ত গয়না বিক্রি করে একটি তহবিল গঠন করেন এবং সেই তহবিল থেকেই " টাটা ক্যান্সার হসপিটাল " এর সৃষ্টি হয় । 
হাজার হাজার ক্যান্সার রোগী প্রতিবছর এই হাসপাতালে গিয়ে নিজের চিকিৎসা করিয়ে সুস্থ হয়ে বাড়ি ফেরেন ।
নোবেল জয়ী ব্রিটিশ সাহিত্যিক "উইলিয়াম গোল্ডিং" বলেছেন-
" মেয়েরা বোকা দেখেই তারা পুরুষের সমান অধিকার দাবি করে।  কারন মেয়েরা জানে না, তারা পুরুষের চেয়ে অনেক বেশী উচ্চতর । একজন সৎ, বিবেকবান মনের মেয়েদের আপনি যাই দেন না কেন, সে সেটাকে আরও উচ্চতর কিছু বানিয়ে দিবে । 
আপনি তাকে একটা ঘর দিবেন, সে সেটাকে বাড়ি বানিয়ে ফেলবে ।
আপনি তাকে বাজার দিবেন, সে আপনাকে রান্না করে খাবার বানিয়ে দিবে ।
আপনি তাকে হাসি দিবেন, সে আপনাকে হৃদয় দিয়ে দিবে । 
আপনি যাই দিবেন সে তাই কয়েক গুন মহৎ করে ফেরত দিবে ।

আর আপনি যদি তাকে যন্ত্রণা দেন!!!
😓😓😓তবে ready থাকুন , "সে আপনার জীবন জাহান্নাম বানিয়ে দিবে। "
                                                                          
                                                                         তথ্যঃ সংগ্রহ- রোমিও গুলজার

Comments

Popular posts from this blog

# Shorts #bdbikers Testing bike performance & breaks at travelling time

**"Bitcoin Unveiled: Exploring the Digital Gold of the Cryptocurrency Era"**