সব ইউনিয়ন পরিষদে বঙ্গবন্ধুর ম্যুরাল স্থাপনের নির্দেশনা

 

সব ইউনিয়ন পরিষদে বঙ্গবন্ধুর ম্যুরাল স্থাপনের নির্দেশনা।




ফাইল ছবি

দেশের প্রতিটি ইউনিয়ন পরিষদে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরাল স্থাপন, ইউনিয়নের গেজেটভুক্ত মুক্তিযোদ্ধাদের নামফলক এবং বাংলাদেশের ইতিহাস সম্বলিত বিলবোর্ড স্থাপনের নির্দেশনা দিয়েছে স্থানীয় সরকার মন্ত্রণালয়।

মঙ্গলবার (২৬ এপ্রিল) পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগের ইউপি-১ শাখার সিনিয়র সহকারী সচিব জেসমীন প্রধানের সই করা এক চিঠিতে জেলা প্রশাসকদের প্রতি এই নির্দেশনা দেয়া হয়।

এতে বলা হয়, মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের চিঠির আলোকে দেশের ইউনিয়ন পরিষদগুলোতে বঙ্গবন্ধুর ম্যুরাল স্থাপন, ইউনিয়নের গেজেটভুক্ত মুক্তিযোদ্ধাদের নামফলক ও বাংলাদেশের ইতিহাস সংবলিত বিলবোর্ড স্থাপনের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেওয়া হলো।


Comments

Popular posts from this blog

Delta TrackTribe Audio Library Release ·Free Copyright safe Music

Darksides Coyote Hearing Audio Library Release ·Free Copyright safe Music

At the Precipice of a Dying Light Dan Bodan Audio Library Release