"দ্বিতীয় পদ্মা সেতু না করে পাটুরিয়া-দৌলতদিয়ায় টানেল নির্মাণ ভালো হবে"

 

দ্বিতীয় পদ্মা সেতু না করে পাটুরিয়া-দৌলতদিয়ায় টানেল নির্মাণ ভালো হবে।



টানেল নির্মাণ করলে সময় ও পদ্মা নদী বাঁচবে। এজন্য দ্বিতীয় পদ্মা সেতু না করে পাটুরিয়া-দৌলতদিয়ায় টানেল নির্মাণ করা ভালো হবে বলে মনে করেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান।

মঙ্গলবার (২৪ আগস্ট) শেরে বাংলা নগরে ডেভেলপমেন্ট জার্নালিস্ট ফোরাম অব বাংলাদেশের (ডিজেএফবি) সদস্যদের সম্মানে আয়োজিত ইফতার মাহফিলে মন্ত্রী এ মত দেন।

এম এ মান্নান বলেন, দেশের উন্নয়নে গণমাধ্যমকর্মী, আমলা, মন্ত্রী সবাইকে একসঙ্গে আরও বেশি কাজ করতে হবে। পরিকল্পিত উন্নয়ন হয়েছে বলেই দেশ এগিয়ে যাচ্ছে। আমাদের অর্থনীতি শক্ত ভিতের উপর দাঁড়িয়েছে। ফলে যেকোনো দুর্যোগে সহজে ভেঙে পড়বে না।

তিনি বলেন, আমাদের একমুখী চিন্তা করলে হবে না, বহুমুখী চিন্তা করতে হবে। সেতুর বদলে টানেল নির্মাণ করলে ব্যয় কম হবে ও সময় কম লাগবে। সেতুর বদলে এসব স্থানে টানেল নির্মাণ করা যায় কি না তা চিন্তা করা দরকার।

মন্ত্রী আরও বলেন, দেশে এখন উন্নয়ন জরুরি। উন্নয়নের সেই বার্তা সবার কাছে পৌঁছে গেছে। গ্রামের মানুষও এখন একনেক বিষয়ে জানে। সাধারণত একনেক সভা মঙ্গলবার অনুষ্ঠিত হয়ে থাকে। তারা আমাকে জিজ্ঞেস করে, মঙ্গলবার কি কি প্রকল্প পাস হবে।







Comments

Popular posts from this blog

Tata Cancer Hospital History. "টাটা ক্যান্সার হসপিটাল" এর পিছনে একটি দুর্দান্ত গল্প রয়েছে, যা আমরা বেশিরভাগই জানি না।

# Shorts #bdbikers Testing bike performance & breaks at travelling time

**"Bitcoin Unveiled: Exploring the Digital Gold of the Cryptocurrency Era"**